বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহ : প্রয়াসের কার্যক্রম দেখলেন বাকৃবির প্রফেসর রায়হান
বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর রায়হান হাবিব। রবিবার সকালে সদর উপজেলার গোবরাতলায় দুধ উৎপাদক, প্রক্রিয়াজাতকারক, গোখাদ্য উৎপাদক, কেঁচো সার উৎপাদকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তিনি।
সেখান থেকে তিনি নসিপুরের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ইউনিট পরিদর্শন করেন। পরে বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ব্রিডিং ফার্ম ও ডেইরি ফার্মে যান রায়হান হাবিব। সেখানে তিনি তথ্য সংগ্রহের পাশাপাশি ফার্মের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শ দেন।
পরিদর্শনকালে প্রফেসর রায়হান হাবিবের সঙ্গে ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি ডেইরি প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অফিসার আবদুল ওয়াদুদসহ অন্যরা।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।