Last Updated on মে ১৭, ২০২৪ by
বৃহস্পতিবার জেলায় বৃষ্টি হয়েছে ১৪ মিলি মিটার : আমের ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে তা-বে ঝরে পড়েছে বহু আম। ভেঙ্গে পড়েছে বহু গাছপালা। অন্যদিকে জেলায় ১৪ মিলি মিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানিয়েছেন সদর উপজেলায় বৃষ্টি হয়েছে ৩০ মিলি মিটার, শিবগঞ্জ উপজেলায় ১৫ মিলি মিটার, গোমস্তাপুর উপজেলায় ১৫ মিলি মিটার, নাচোল উপজেলায় ৫ মিলি মিলি মিটার ও ভোলাহাট উপজেলায় ৫ মিলিমিটার।
তবে আমের বা অন্য ফসলের ক্ষতির পরিমান জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, এমনিতেই এবার আম কম তার ওপর ঝড়ে অন্তত ৩ থেকে ৪ ভাগ আম ছরে পড়েছে। আম ব্যবসায়িরা এবার ক্ষতির মুখে পড়বেন।