Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by
বৃষ্টি আইনে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে
কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হেসেখেলে সিরিজ হারানোর পর এবার জিম্বাবুয়ের কাছে হোঁচট খেল পাকিস্তান। বুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ লুইস পদ্ধতি) পাকিস্তানকে ৮০ রানে পরাজিত করেছে জিম্বাবুয়ে। গত রোববার বুলাওয়েতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারের ৫৮ বল আগেই ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪০ রানের ওপেনিং জুটি ভেঙে প্রথমে রানআউটের শিকার হন জয়লর্ড গুম্বি। আঘা সালমানের জোড়া আঘাতে দ্রুতই ফেরেন ডিওন মায়ার্স এবং তাদিওয়ানাশে মারুমানি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৯ রানেই ৫ উইকেট পড়ে যায় স্বাগতিকদের। দল বিপদে পড়লে ৬২ রানের জুটি গড়েন সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভা। সিকান্দার রাজা খেলেন ৩৯ রানের ইনিংস। ৫২ বলে ৪৮ রান করেন এনগারাভা। তবে শেষদিকে ফয়সাল আকরামের দাপটে মাত্র ৪০.২ ওভারে ২০৫ রান করে অলরাউট হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট নেন আঘা সালমান এবং ফয়সাল আকরাম। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। বৃষ্টি নামার আগ পর্যন্ত ২১ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৬০ রান তুলতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। বৃষ্টির আগ পর্যন্ত পাকিস্তানের স্কোর যদি ১৪১ হতো, তাহলে তারা জিততো। কিন্তু তা না হওয়ায় বৃষ্টি আইনে ৮০ রানের পরাজয় মেনে নিতে হয় সফরকারীদের।