সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৮, ২০২৪ by

বৃষ্টিতে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ড্র

ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি যেনো আশীর্বাদ হয়ে এসেছিল ভারতের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করেছে তাঁরা। পুরো ম্যাচ জুড়ে দফায় দফায় বৃষ্টির বাগড়া ছিল। ৫ম দিনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ দিনে খেলা হয়েছে মাত্র ২৪.১ ওভার তাতে দুই দলের উইকেট পড়েছে ৮ টি। ৯ উইকেটে ২৫২ রানে শেষ দিনের খেলা শুরু করেছিল ভারত। ৮ রান যোগ করতেই প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে ভারত। ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের ক্রমাগত আক্রমণে দ্রুতই উইকেট হারাতে শুরু করে অজিরা। জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বোলিং তোপে মাত্র ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের ফল পেতে তখনই ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্স। এতে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য দাড়ায় ২৭৫ রান। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। ২০ রান করেন অ্যালেক্স ক্যারি, ১৭ করেন ট্রাভিস হেড। আর কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। ভারতের হয়ে ৩ টি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরী আবহাওয়া এবং আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি। সুতরাং ড্র হয় ম্যাচ। ম্যাচ সেরা হয়েছেন ট্রাভিস হেড। ৫ ম্যাচের সিরিজ এখন ১-১ এ ড্র। অস্ট্রেলিয়া ৪৪৫ (স্মিথ ১০১, হেড ১৫২; বুমরা ৬/৭৬) ও ৮৯/৭ ডি.(কামিন্স ২২, ক্যারি ২০*; বুমরা ৩/১৮)
ভারত ২৬০ (রাহুল ৮৪, জাদেজা ৭৭; কামিন্স ৪/৮১, স্টার্ক ৩/৮৩) ও ৮/০ (জয়সওয়াল ৪*, রাহুল ৪*)
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: ট্রাভিস হেড।

About The Author

শেয়ার করুন