চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার চকবহরম গ্রামের মেহের আলী পন্ডিতের ছেলে বীর মুক্তিযোদ্ধা আহসান উদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন। আজ রবিবার বিকেল পৌনে ৩টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধকে দাফন করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
মরহুর আহসান উদ্দিন মাস্টার স্থানীয় চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।