বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১০, ২০২৪ by

বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক মেঘু আর নেই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের পাতান বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক মেঘু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দুপুর আড়াইটায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের চাচাতো ভাই বিশিষ্ট গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম এই তথ্য নিশ্চিত করে জানান, জাতির এই সূর্যসন্তান দীর্ঘদিন ধরে অস্স্থু ছিলেন।
শুক্রবার দুপুর আড়াইটায় তিনি মারা যান এবং বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাত ১০ টায় নামাজে জানাজা শেষে হরিনগর গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About The Author

শেয়ার করুন