চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানার্থে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার পৌর কার্যালয়ে এর আয়োজন করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। বক্তব্য দেনÑ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পৌর সচিব খায়রুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবুল মুকিত আপেলসহ অনেকে।
পরে রহনপুর পৌর এলাকার বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।