Last Updated on জুলাই ২৫, ২০২৪ by
বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন সভা
চাঁপাইনবাবগঞ্জে বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রম মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
তিনি তার বক্তব্যে প্রশিক্ষণগ্রহণকারী কর্মকর্তাদের মঙ্গল কামনা করে বলেন- আপনারা যেখানেই থাকুন না কেন নিরাপত্তার কথাটি প্রথমেই বিবেচনায় রাখবেন।
সভায় জেলা প্রশাসনের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় সরকার অ্যাওয়ার্ড প্রবর্তন করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন- আমরা ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জে সার্বিক নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমরা রেললাইন পাহারার ব্যবস্থাও করেছিলাম। তারই আলোকে এবারো আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং এখনো রয়েছে। মানুষের কল্যাণে এবং দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।