চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি শীর্ষক আমচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফল ও সব্জি রপ্তানিকারক সমিতি এবং এগ্রোপ্রোডাক্ট প্রমোশন কাউন্সিল এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
গতবারে ব্যাগিং আম রপ্তানি হওয়ায় এবং এই বছর আমদানিকারকদের বাংলাদেশী আমের প্রতি ব্যাপক চাহিদা দেখা দেওয়ায় চলতি মৌসুমে যেন আমচাষীরা ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি পরিমান রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে প্রথম বারের মতো বেসরকারি উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফল ও সব্জি রপ্তানিকারক সমিতির উপদেষ্টা মুন্জুরুল ইসলাম, হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের উপ-পরিচালক উদ্ভিদ সঙ্গনিরোধ বিশেষজ্ঞ হাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হামিম রেজার সভাপতিত্বে রপ্তানিযোগ্য আম উৎপাদনের উপর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম ও ড. শরফ উদ্দিন।
দেশের বিভিন্ন আম উৎপাদনকারী এলাকায় ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত, নিরাপদ ও রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন বাংলাদেশ ফল ও সব্জি রপ্তানিকারক সমিতি।