বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৮, ২০২৪ by

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ইউনিট কর্মকর্তা মো. মাহামুদুর রহমান।
পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও যুব সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যুব ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুন