Last Updated on সেপ্টেম্বর ২৫, ২০২৪ by
বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিডিপিএ জেলা শাখার সহসভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুইট, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ ডিপ্লোমা ফার্মাসিস্টবৃন্দ।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ফার্মাসিস্ট বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা মিটাচ্ছেন’।
বক্তারা জানান, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে ২০১৪ সাল থেকে পালন শুরু হয়।