বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১, ২০২৫ by

বিশ্ব দুগ্ধ দিবসে তথ্য প্রকাশ : দুধ উৎপাদনে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
দুধের পুষ্টিগুণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন শিবগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুগ্ধ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
আলোচনা শেষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, চাঁপাইনবাবগঞ্জে দুধের বাৎসরিক চাহিদা রয়েছে ১.৬৭ লাখ মেট্রিক টন, বাৎসরিক উৎপাদন হচ্ছে ২.৬৪ লাখ মেট্রিক টন এবং উদ্বৃত্ত থাকে ০.৯৭ লাখ মেট্রিক টন। এসব দুধ বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে যায়।
এ বছরের প্রতিপাদ্য— ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’।

About The Author

শেয়ার করুন