চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলাপর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জুবায়ের জাহাঙ্গীর। আরো বক্তব্য দেনÑ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলামসহ অন্যরা।
বিশ^ টিকাদান কার্যক্রম সম্পর্কে ভিডিও চিত্রের মাধ্যমে সার্বিক অবস্থা তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাসুম সাহেব ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ফারহানা। সভায় ইপিআই পরিদর্শক আমিরুল ইসলামসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাদ পড়া শিশু, আংশিক টিকাপ্রাপ্ত শিশু এবং মিসড কমিউনিটি শনাক্ত করে টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারব।