বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় নেপালি গাইডের মৃত্যু
একজন নেপালি গাইড বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত চূড়ায় চড়ার পর মারা গেছেন। দেশটির বসন্তকালীন পর্বতারোহণের মৌসুমের প্রথম মৃত্যুর ঘটনা এটি। হিমালয় প্রজাতন্ত্রের কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা বলেছেন বলে এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাকপা তেঞ্জি শেরপা (৫৩) সোমবার বিদেশি পর্বতারোহীদের সঙ্গে যাওয়ার সময় ২৭ হাজার ৮৩৮ ফুট মাকালু পর্বতের চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু নামার সময় তিনি মারা যান। নেপালের পর্যটন বিভাগের রাকেশ গুরুং এএফপিকে বলেছেন, ‘তিনি অসুস্থ ছিলেন এবং তার দলের সদস্যদের তাকে সাহায্য করতে হয়েছিল।’ অন্যদিকে এ অভিযানের আয়োজক সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, তারা আরো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। নেপাল মাকালু পর্বতের জন্য বিদেশি পর্বতারোহীদের ৫৯টি পারমিট জারি করেছিল। এদের মধ্যে কয়েক ডজন শীর্ষে পৌঁছেছে। গণমাধ্যমটি জানিয়েছে, হিমালয়ে মারা যাওয়াদের একটি বড় অংশ নেপালি গাইড ও পোর্টার। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছনোর লক্ষ্যে শত শত পর্বতারোহীদের স্বপ্নের জন্য তারা অর্থের বিনিময়ে জীবনের ঝুঁকি নেয়। শত শত পর্বতারোহী নেপালে ছুটে যান। বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটিই দেশটিতে রয়েছে। বসন্ত পর্বতারোহণের মৌসুম। এ সময় তাপমাত্রা উষ্ণ থাকে এবং বাতাস সাধারণত শান্ত থাকে। এএফপির তথ্য অনুসারে, নেপাল এই বছর তাদের পর্বতমালার জন্য ৯ শতাধিক পারমিট জারি করেছে, যার মধ্যে এভারেস্টের জন্য রয়েছে ৪১৪টি। এর মাধ্যমে দেশটি রয়ালটি হিসাবে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে।