মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৯, ২০২৪ by

বিশ্বব্যাপী চলচ্চিত্রে বলিউডকে সংযুক্ত করতে চাই : আল্লু অর্জুন

দক্ষিণী তারকা আল্লু অর্জুন এখন বিশ্বব্যাপী পরিচিত একজন। তার সর্বশেষ চলচ্চিত্র ‘পুষ্পা’ ওয়ার্ল্ডওয়াইড ব্লকবাস্টার হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি এসেছে অভিনেতার। এবার আসছে তার ‘পুষ্পা ২’, যা ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার জনপ্রিয়তা অর্জনে ‘পুষ্পা ২’ আরো বেশি ভূমিকা রাখবে তা বলাই বাহুল্য। আর অভিনেতাও জানালেন, বৈশ্বিক চলচ্চিত্রের সঙ্গে বলিউডকে যুক্ত করতে চান তিনি নিজেও। আল্লু অর্জুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের পরিস্থিতি সম্পর্কে মতামত প্রকাশ করেন। এই মুহূর্তে ভারতের প্যান ইন্ডিয়ান স্টারদের মধ্যে অন্যতম এই অভিনেতা।

তাই বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার পুনরুত্থানের নেতৃত্ব দেওয়ার আকাক্সক্ষাও প্রকাশ করেছেন এই অভিনেতা। ভারতীয় চলচ্চিত্রের সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিষয়ে তার শেয়ার করেন। তিনি জানান, তার লক্ষ্য হল বিশ্বব্যাপী চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে বলিউডকে সংযুক্ত করা। আল্লু অর্জুন জানান, ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রথাগত চলচ্চিত্র নির্মাণের রীতিগুলিকে ঝেড়ে ফেলে নতুন অত্যাধুনিক পদ্ধতিগুলি গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। তিনি ভারতীয় চলচ্চিত্রের শেকড়ের কথাও উল্লেখ করেছেন যাতে অ্যাকশন, রোমান্স, কমেডি এবং ড্রামার মতো বিভিন্ন জনরা অন্তর্ভুক্ত।

তার লক্ষ্য হল বিশ্বব্যাপী চলচ্চিত্রের সঙ্গে বলিউডকে সংযুক্ত করা যা বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করবে। ‘পুষ্পা’-এর জনপ্রিয়তার পিছনে মুল চালিকাশক্তি আল্লু অর্জুন অনুরাগীদের আকৃষ্ট করেছিলেন নিজস্ব স্টাইল দিয়ে। এরপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে সিক্যুয়েলটির জন্য অপেক্ষারত। ইতোমধ্যে এর টাইটেল ট্র্যাকটি সাড়া ফেলেছে ব্যাপকভাবে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের সঙ্গে আরও রয়েছেন রাশ্মিকা মান্দানা, সাই পল্লবী, প্রিয়ামণি, শ্রীতেজ, ফাহাদ ফাসিলসহ প্রমুখ। আগামী ১৫ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

About The Author

শেয়ার করুন