শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও ফেডারেল রিজার্ভকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণের পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি ঝুঁকে পড়েছে। এর ফলে মঙ্গলবার প্রথমবারের মতো সোনার দাম আউন্স প্রতি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে। দিনের মধ্যে সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৫০০ দশমিক ১০ ডলার ছুঁয়ে পরে কিছুটা কমে ৩ হাজার ৪৬৭ দশমিক ৮৭ ডলারে এসে দাঁড়ায়। গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত রেকর্ড গড়ছে সোনার দাম। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিনিয়োগকারীরা দুর্বল ডলার এবং শেয়ারবাজারে বড় ধরনের ধসের আশঙ্কায় নিরাপদ আশ্রয় খুঁজছেন। ট্রাম্প প্রশাসনের চাপানো শুল্কের ফলে যুক্তরাষ্ট্র ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মধ্যে শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। ট্রেডিং প্রতিষ্ঠান এক্সএস ডটকম-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক রানিয়া গুলে বলেন, ‘এই ঊর্ধ্বগতি মার্কিন অর্থনীতিতে সম্ভাব্য মন্দার আশঙ্কা এবং রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। বিশেষ করে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘এই ধরনের রাজনৈতিক চাপ এবং ফেডের স্বাধীনতা নিয়ে উঠা প্রশ্নগুলো বিনিয়োগকারীদের অনিশ্চিত পরিস্থিতিতে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নিতে বাধ্য করছে।’ গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ফেড চেয়ার পাওয়েলকে ‘পরাজিত ব্যক্তি’ বলে অভিহিত করেছেন। কারণ তিনি সুদের হার কমাননি। এমনকি গত সপ্তাহেই ট্রাম্প তাকে বরখাস্ত করার হুমকিও দিয়েছিলেন, যা এখন বাস্তবে রূপ নিতে পারে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সূত্র : এএফপি

About The Author

শেয়ার করুন