বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩০, ২০২৪ by

বিশ্বকাপে নিজেদের নিয়ে আশাবাদী স্যামি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়া সেই দলের নেতৃত্বে ছিলেন ড্যারেন সামি। তবে এবার তিনি অধিনায়ক হিসেবে নয়, কোচ হিসেবে স্বপ্ন দেখছেন তৃতীয় শিরোপা জয়ের। ঘরের মাঠে এবার শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান কোচ ড্যারেন স্যামি। নিজে না খেললেও ক্যারিবিয়ানদের মাঠের পরিকল্পনা সাজাবেন এই সাবেক অলরাউন্ডার। এই অলরাউন্ডার বলেন, এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি দলকে নিয়ে আমরা এক বছর ধরে বেশ কাজ করছি। যেসব ক্রিকেটারকে আমরা খুঁজে বের করেছি, তারাই এখন ম্যাচ জেতাচ্ছে। আমার মনে হয়, এবারের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বকে নাড়িয়ে দেব। এবারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সাফল্য পেয়েছেন। ফলে দলকে নিয়ে বেশ আশাবাদী সমর্থকরাও। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতায় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে ব্রান্ডন কিংয়ের দলকে। আবার আয়েজক দেশ হিসেবে দলের জন্য বাড়তি চাপও হতে পারে। এর আগে ২০১০ সালেও আয়োজক হিসেবে খেলে শিরোপা ঘরে তুলতে পারেনি ক্যারিবিয়ান দলটি। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলকে নিয়ে তাই আশাবাদী সাবেক কিংবদন্তি ক্রিকেটার কোর্টলি অ্যামব্রোসও। সাবেক এ পেসার ২০১৬ সালে দলের বোলিং কোচ ছিলেন। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ক্যারিবিয়ানরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন থেকে। উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সি-তে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, উগান্ডা ও নিউজিল্যান্ড।

 

About The Author

শেয়ার করুন