মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৩০, ২০২৪ by

বিশ্বকাপে ইংল্যান্ডের শক্ত দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে শক্ত দল দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে গতি তারকা জফরা আর্চারকে। বারবার চোটের আঘাত আর কয়েক দফার অস্ত্রোপচারে পর দীর্ঘদিন বাদে ফিরলেন তিনি। ২০২৩ সালের ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। একইসঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার ক্রিস জর্ডান। এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৮৮টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। জস বাটলারের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার টম হার্টলি। গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে প্রথম জাতীয় দলে তার অভিষেক হয়। হার্টলি ছাড়া উইল জ্যাকস একমাত্র ক্রিকেটার, যিনি এখনও কোনো আইসিসি ইভেন্টে অংশ নেননি। ইংল্যান্ডের এই বিশ্বকাপ স্কোয়াড লড়বে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। বিশ্বকাপের স্কোয়াড থেকে যারা এখন আইপিএলে ব্যস্ত, ২২ মে হেডিংলিতে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে তাদের ভারত ছেড়ে দলের সাথে যোগ দিতে হবে।
ইংল্যান্ডের প্রাথমিক দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।

About The Author

শেয়ার করুন