বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই উইলিয়ামসন

3

হাঁটুর সার্জারির পর এখনও পুনর্বাসন চলছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। সর্বশেষ তথ্যে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না তার। অগ্রগতি যথেষ্ট ভালো হওয়ায় উইলিয়ামসন শুক্রবার প্রস্তুতি ম্যাচে ঠিকই ব্যাট করবেন। এদিন তাকে শুধু বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায় দেখাবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের পাশাপাশি তার ফিল্ডিং করার কথা রয়েছে। মূলত ‘ডে বাই ডে’ শারীরিকভাবে তিনি কতটা ধাতস্ত হচ্ছেন সেটাই দেখার ইচ্ছে কিউই টিম ম্যানেজমেন্টের।

দলটির হেড কোচ গ্যারি স্টিডের কথাতেও মিললো তেমন ইঙ্গিত, ‘উইলিয়ামসনের ফেরার জন্য শুরু থেকে আমরা দীর্ঘস্থায়ী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগুচ্ছি। তার রিকোভারি খুবই ভালোভাবে হচ্ছে। এখন শুধু এটা নিশ্চিত করা আন্তর্জাতিক ক্রিকেটের তীব্রতা ও চাহিদার সঙ্গে যেন সে মানিয়ে নিতে পারে। ফলে আমরা কেনের পুনর্বাসনের জন্য ডে বাই ডে পন্থা অবলম্বন করতে থাকবো। নিশ্চিতভাবে পুরোপুরি ফিট না হওয়ার আগ পর্যন্ত তার ওপর কোনো চাপ তৈরি করবো না।’

আইপিএলে এসিএলের চোট পাওয়ার ৬ মাস পর ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন। দলের সঙ্গে ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছিলেন। সেখানেই ইচ্ছে প্রকাশ করেছেন, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলের অংশ হতে চান তিনি। উইলিয়ামসনের অনুপস্থিতিতে উদ্বোধনী ম্যাচে টম ল্যাথাম অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দুটি প্রস্তুতি ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। উইলিয়ামসনের মূল লক্ষ্য এই ম্যাচের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠা।