রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ৩১, ২০২৫ by

বিশেষ সম্পাদকীয় : দশে দশ আশা করতেই পারে গৌড় বাংলা
হাসিব হোসেন

ইতিবাচক চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরার মানসেই ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা করেছিল দৈনিক গৌড় বাংলা। এই দশ বছরে সে অভিপ্রায় কতটা প্রতিফলিত হয়েছে কিংবা প্রতিফলিত হলেও দৈনিক গৌড় বাংলা দশে দশ পাবে কিনা, সেটার মূল্যায়নের ভার এর পাঠকের। তবে দশে দশ আশা করতেই পারে গৌড় বাংলা। কেননা গৌড় বাংলা পরিবার দশ বছরে সেই চেষ্টায় করে গেছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে— এক দশক পূর্তির এই ক্ষণে এ প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
ভালো লাগার বিষয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংবাদপত্রশিল্পে দৈনিক গৌড় বাংলা বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দশটি বছর পার করে আজ এগারো বছরে পথচলা শুরু করল। পাঠকপ্রিয় গৌড় বাংলা ১০ বছর অতিক্রম করতে পারার মূল কারিগর এর প্রতিনিধি, পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকা বিক্রেতা, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের ভালোবাসা ও আন্তরিকতা না থাকলে এ পথ অতিক্রম করা সহজ হতো না।
দৈনিক গৌড় বাংলা কয়েক বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদাভাবে বিশেষ ক্রোড়পত্রের আয়োজন করে আসছে। ক্রোড়পত্রে লক্ষ্য থাকে, বিষয়ভিত্তিক চাঁপাইনবাবগঞ্জকে উপস্থাপন করা। এবারো তার ব্যতিক্রম হয়নি। তবে সে লক্ষ্য শতভাগ পূরণ করতে পেরেছি, তা বলা যাবে না। কেননা সময়ের সীমাবদ্ধতা ও আরো অন্যান্য কারণে তা হয়ে উঠে না। সচেতন পাঠকমাত্রই তা উপলব্ধি করতে পারবেন। আগামীতে এ বিষয়ে অবশ্যই পুরোপুরি চেষ্টা থাকবে। তবুও এ কথা জোর দিয়ে বলতে পারি যে, যেটুকু হয়েছে তা প্রত্যেকের কাছে ভালো লাগার একটি সংখ্যা হবে।
বিশেষ ক্রোড়পত্রে যাঁরা লেখা দিয়েছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগেও তাঁরাসহ আরো অনেকে বিভিন্ন সময়ে তাঁদের গুরুত্বপূর্ণ লেখা দিয়ে গৌড় বাংলাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন।
অভিনন্দন জানাচ্ছি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রদীপ্তি হোসেনকে। তাঁর আঁকা শিল্পকর্ম দিয়ে গৌড় বাংলার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ ক্রোড়পত্রের প্রচ্ছদ করা হয়েছে।
ঐতিহাসিক জনপদ চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্যান্য পত্রিকার পাশাপাশি ২০১৫ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি পথচলা শুরু গৌড় বাংলার। অনেক যত্নে গড়া সেদিনের গৌড় বাংলা ১০টি বছর পার করে ফেলল, এ বড় পরম তৃপ্তি— এই সময়ের প্রেক্ষাপটে।
তবে এই ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য তা হলো শুরুর প্রেক্ষাপট কেমন ছিল, তা ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির তাঁর লেখায় তুলে ধরেছেন। আর গৌড় বাংলা যখন তার এক দশক পূরণ করে ফেলল, তখন দেশে পরিবর্তিত প্রেক্ষাপট বিরাজ করছে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটা চরম সত্য যে, মূল্যবৃদ্ধির চাপে, বিশেষ করে কাগজসহ ছাপাসংক্রান্ত আনুষঙ্গিক অন্যান্য কিছুর দাম বৃদ্ধিতে ব্যয়বহুল প্রকাশনা শিল্প নিয়মিত চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। তবে সেসবকে উপেক্ষা করে বিবেকের তাড়নায় এবং চাঁপাইনবাবগঞ্জকে সর্বত্র তুলে ধরার প্রয়াসে এই অসাধ্য কাজটিও চালিয়ে যাওয়া হচ্ছে।
এই দশ বছরে কী পেরেছি, কী পারিনি— হাজারটা প্রশ্ন হাজির করা যাবে। তবে আমরা বিশ্বাস করি, এই সময়ে আমরা পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছি, শুধুমাত্র আমাদের বস্তুনিষ্ঠতা ও তথ্যনিরপেক্ষতার কারণে। আমাদের পরিবেশিত সংবাদে চাকচিক্য না থাকলেও তথ্যনিরপেক্ষতা বজায় রাখা হয়েছে সবসময়, এ কথা সবসময়ই বলে আসছি। এই এক দশকের পথচলাতে এই মন্ত্রই আমাদের সর্বদা জাগ্রত করেছে। আর তাই তো দৈনিক গৌড় বাংলা জেলার অনেক মানুষের ‘জীবনের কথা সময়ের সঙ্গী’ হয়ে উঠেছে।
একটি দৈনিক পত্রিকার সামনে এগিয়ে যাওয়ার সাহস তার পাঠককুল। আরো একটি শক্তি বিজ্ঞাপন। এ দুটো বিষয়ই পত্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনই পত্রিকার অর্থনৈতিক ভিত্তি মজবুত করে। কিন্তু এ কথা বলাই যেতে পারে যে, বিজ্ঞাপনের সীমাবদ্ধতা সত্ত্বেও গৌড় বাংলা শুধুমাত্র পাঠকের ভালোবাসাতেই ১০টি বছর নিয়মিত প্রকাশ হয়ে আসছে। এক্ষেত্রে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি, সেসব শুভানুধ্যায়ীদের; যাঁরা গৌড় বাংলার পথচলার এই সময়কালে তাঁদের নিজের, প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আমাদের প্রকাশনা টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন। আশা রাখছি, আমাদের প্রতি পাঠকের ভালোবাসা, আস্থা আগামীতেও থাকবে এবং পাঠকসংখ্যা অতীতকে ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে পুরোনোদের সঙ্গে নতুন করে আরো শুভানুধ্যায়ীদের আমাদের পাশে পাবো, বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আন্তরিক শুভেচ্ছাসহ ধন্যবাদ জানাচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।
একটি পত্রিকা একটি পরিবারের মতো। এর শাখা-প্রশাখাও আছে। কেউ সংবাদ পাঠাচ্ছেন, কেউ তা সম্পাদনা করছেন এবং কেউ তা পৃষ্ঠাসজ্জা অর্থাৎ মেকআপ করছেন। প্রত্যেকেই গৌড় বাংলাকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছেন। তাই গৌড় বাংলার ১১ বছরে পদার্পণের এই দিনে সকল সহকর্মী-প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে আবারো জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
পরিশেষে গৌড় বাংলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পরিবারের পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, এজেন্ট ও পত্রিকা বিক্রেতাদের প্রতিও রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা জানাচ্ছি গৌড় বাংলার অগণিত পাঠকদের।

হাসিব হোসেন : সম্পাদক ও প্রকাশক, দৈনিক গৌড় বাংলা

About The Author

শেয়ার করুন