বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

15

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই দুই জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে সোমবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং পুস্কার বিতরণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রিকেটার মসিউর রহমান মিঠু।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন, বিশিষ্ট ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া অফিসের জহুরুল হক জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১৬টি ইভেন্টে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ জন শিশু অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা ৪৮ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অন্য শিশুদের সান্ত¡না পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩’র আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে  অন্তর্ভুক্তির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এই শিশুদের দূরে সরিয়ে না রেখে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তাদেরকে মূলধারায় নিয়ে আসতে হবে।
জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকৃত শিশুদের যাতায়াত ভাতা প্রদান করা হয়।
অন্যদিকে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ বাস্তবায়ন উপলক্ষে রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা শিশু একাডেমি মাঠে জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
প্রতিযোগিতায় রাজশাহী জেলা পর্যায়ের ৫টি বিদ্যালয় থেকে মোট ২০০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং অন্য বালক-বালিকাদের সৌজন্য উপহার প্রদান করা হয়।
জেলা ক্রীড়া অফিস রাজশাহীর পক্ষ থেকে অংশগ্রহণকৃত শিশুদের যাতায়াত ভাতা প্রদান করা হয়।