চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাত সোয়া ২টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. আফসার উদ্দিন শেখের নেতৃত্বে টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৯ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া বিলে অভিযান চালায়। অভিযানে ভারতীয় ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।