বিলভাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

20

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া বিলের মধ্যে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি একই উপজেলার দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. বুদ্দু (৪২)।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বুধবার রাত ৯টায় নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি, বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়নের বিলভাতিয়া বিওপির নায়েক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/২ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া বিলের মধ্যে ওঁৎ পেতে থাকে। এর একপর্যায়ে ২ জন চোরাকারবারি শূন্য লাইনে গমনের প্রাক্কালে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং ধাওয়া করে। এ সময় একজন চোরাকারবারির হাতে রামদা এবং অপর চোরাকারবারির হাতে ১টি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল মো. বুদ্দুকে আটক করতে সক্ষম হয়। তবে অপরজন রাতের অন্ধকারে পালিয়ে যায়। আটক হওয়া মো. বুদ্দুর হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।