করোনাভাইরাসের লকডাউনে চার দেয়ালের মাঝেই সময় কাটছে মানুষের। তাদের এই সময়টা উপভোগ্য করতে বিনোদন দিতে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থদের নিয়ে একের পর এক লাইভ আড্ডায় মেতে উঠছেন। আগামী সোমবার তামিম ইকবালের লাইভ শো-তে এবার ‘সারপ্রাইজ’ হিসেবে আসছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শনিবারের শো শেষেই তামিম বলেছিলেন, ‘পরেরবারের জন্য সারপ্রাইজ আছে। আপনাদের সবার অনুরোধ ছিল, আপনারা অপেক্ষায় থাকুন।’ পরে তামিমই নিজের ফেসবুক পেজে বিরাট কোহলিকে নিয়ে আড্ডার কথাটি জানিয়েছেন। তামিম শুরুটা করেছিলেন, মুশফিকুর রহিমের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ দিয়ে। এরপর একে একে মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাসির হোসেনের পর সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনদের নিয়ে লাইভ আড্ডা দিয়েছেন। এরপর দুই বিদেশি ক্রিকেটার ডু প্লেসি ও রোহিত শর্মাও এসেছিলেন। শনিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার ও স্পিনার তাইজুল ইসলাম। গত দুই সপ্তাহ ধরে সতীর্থদের নিয়ে এমন আড্ডা আয়োজনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তামিম। অথচ সামাজিক মাধ্যমগুলোতে সবচেয়ে অনিয়মিত দেখা যেত তাকেই। শনিবার লাইভের শুরুতে সৌম্যতো এ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছিলেন, ‘এটা কীভাবে সম্ভব ভাই। আমি অবাক হয়ে ভাবি, তামিম ইকবাল খান, যে কিনা কখনো একটি সেলফিও তোলেনি, সে উপস্থাপনা করছে! ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেই যাচ্ছে। কীভাবে সম্ভব?’ সৌম্যর বিস্ময়মাখা মুখের দিকে তাকিয়ে হেসে তামিমের উত্তর, ‘এটা আসলে শুধু আমিই না, আমার বাসার সবাই অবাক। কীভাবে করছি? অনেক সময় কিছু না বুঝেই হয়ে যায়, আমার বেলাতে সেটাই হয়েছে।’