শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৮, ২০২৪ by

বিরাট কোহলির রেকর্ড, সঙ্গে তিন বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওপেনার হিসেবে খেলছেন ভারতের বিরাট কোহলি। ওপেন করতে নেমে যেন রান করতেই ভুলে গেছেন ভারতের এই রান মেশিন। আর এরইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (১২১৬) করা ব্যাটার গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড। জায়গা করে নিলেন বিশ্বকাপে ওপেন করতে নামা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড়ে রান করার তালিকায়। এবারের বিশ্বকাপে এখন ৭ ম্যাচে ওপেনিং করেছেন কোহলি। এর মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে-বাংলাদেশের বিপক্ষে ৩৭ ও আফগানিস্তানের বিপক্ষে ২৪। অন্য পাঁচ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ০, আয়ারল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ ও ইংল্যান্ডের বিপক্ষে ৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নূন্যতম পাঁচ ইনিংস ওপেন করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন (১০.৭১)। তবে কোহলির জন্য ভালো খবর, বাজে গড়ের শীর্ষ তালিকা থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আজ শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাঁর দল ভারত। এবারের আসরেই বাংলাদেশের তানজিদ হাসান তামিম ৭ ইনিংসে করেছেন ৭৬ রান, গড় ১০.৮৫! প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিদ এখন ওপেনারদের বাজে গড়ের দিক থেকে চতুর্থ স্থানে। কোহলি ও তানজিদের বাইরে ওপেনারদের বাজে পাঁচ গড়ের বাকি তিনটিই আগের আসরগুলোর। এই তালিকায় সর্বন্ম্নি গড় নিয়ে তালিকার শীর্ষে সৌম্য সরকার। ২০১৬ আসরে শুরুর পাঁচ ম্যাচে ওপেনিং করে সৌম্য মোটে করেছিলেন ৪৮, গড় ৯.৬০। ২০২২ আসরে জিম্বাবুয়ের মাধেভেরে ৫ ইনিংসে ওপেন করে ৪৯ রান করে আছেন দ্বিতীয় নম্বরে। তার গড় ৯.৮০। সৌম্যকে দিয়ে শুরু হওয়া তালিকার ৫ নম্বরে আছেন তামিম ইকবাল। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৫৬ রান করেছিলেন তখনকার ১৮ বছর বয়সী তামিম। গড় ১১.২০।

About The Author

শেয়ার করুন