শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৫, ২০২৪ by

বিয়ে প্রসঙ্গে যা বললেন ববি

গত বুধবার রাতে রীতিমতো বউয়ের সাজে এফডিসিতে হাজির হয়েছিলেন নায়িকা ববি। অনেকে জানতে চাইছিলেন, বিয়ে করছেন কবে? জবাবে তিনিও জানিয়েছেন, বর পেলেই বিয়ে! গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে স্থবির সিনেমা অঙ্গন। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও সেদিন ইতিবাচক কথা বলেছেন এই অভিনেত্রী। নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। ছবির নাম ‘বউ’। নির্মাণ করছেন কে এ নিলয়। ছবিতে ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। গত বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’ পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এ রকম এক সময়ে নতুন সিনেমায় যুক্ত হলেন ববি। নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। জবাবে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

About The Author

শেয়ার করুন