চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যায় পবিত্র “ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪০ হিজরি” উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউ-েশন, জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসপটি উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামো রাজারাপুর উপরপাড়া এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যানের মধ্যে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, অবসরপ্রাপ্ত কানুনগো ইলিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আরিফা খাতুন উলা, নিলুফা ইয়াসমিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ইসলামের সঠিক নিয়ম অনুসারে জীবনযাপন করার উপর গুরুত্বারোপ করেন এবং কোন ভাওতাবাজি বা মিথ্যা প্রলভনে প্রতারিত না হওয়ার আহবান জানান।
এ দিকে গত বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সবীনা খতম, ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শংকরবাটি হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ জেড নুরুল হক বলেন, নবীজী (সা.)’র আদর্শে চলা, কুরআনের নির্দেশিত পথে চলা, এটা যেন আমার সারা বছরের পাথেও হয়। সারাবছর আমরা যেন বিষয়টা মনে রাখি। বছরে একদিনের জন্য বা দুটি ঈদের দিনে মনে রাখলাম বা সপ্তাহে একদিন জুম্মার দিনে শুধু স্মরণ করলাম, এমন যেন না হয়। আমরা যেন মৌসুমী মুসলমান না হয়ে যায়। এটাই আমাদের আজকের প্রতিশ্রুতি হোক, নবীর আদর্শকে আমরা বুকে ধারণ করব এবং কাজে কর্মে তার প্রতিফলন ঘটাবো।
এসময় তিনি আরো বলেন, আমরা চাই না আমাদের সন্তানরা জঙ্গিবাদের দিকে ধাবিত হোক। এটা শান্তির পথ নয়। ইসলাম হচ্ছে শান্তির পথ। হানাহানি, সন্ত্রাসবাদ ইসলাম সমর্থন করেনা। তাই আমাদেরকে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. হযরত আলী সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলায়াত করেন, হাকিমপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহসিন আলী এবং না’তে রাসূল শুনান আতাহার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত, কেরাত ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত জেলার বিভিন্ন লাইব্রেরীতে ইসলামী বই প্রদান করা হয়। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মহাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ময়েজ উদ্দিন।
গোমস্তাপুর প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রসাদপুর কামিল মাদ্রসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকি, রহনপুর দাখিল মাদ্রাসার সুপার সোলেমান মিঞা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের আরবী বিভাগের প্রভাষক আতিকুর রহমান, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার (চ.দ.) কাউসার জামান প্রমুখ। এর আগে একটি র্যালি রহনপুর শহর প্রদক্ষিণ করে।