Last Updated on মে ২৮, ২০২৪ by
বিভিন্ন ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
আলাতুলী : মঙ্গলবার বেলা ১১টায় চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলাতুলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. দুরুল হোদা।
এবারের বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪২ লাখ ৩৮ হাজার ৫২৪ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪১ লাখ ৩৪ হাজার ৪২৪ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার ১০০ টাকা। এছাড়া সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ হাজার ২৪০ টাকা
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. জহুরুল ইসলাম।
বাজেট পেশ করার পর বাজেট বিষয়ক সম্পূরক আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেন এবং নানা দিক জানতে চায়লে ইউনিয়ন পরিষদ সচিবসহ চেয়ারম্যান তাদের প্রশ্নের উত্তর দেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সময়মতো কর পরিশোধ করবেন। আপনাদের কাছ থেকে নিয়মিত কর পেলে আমরা ইউনিয়নবাসীকে আরো উন্নত সেবা দিতে পারব। আমার ইউনিয়নের কাঁচা রাস্তা সংস্কার, পাকা ড্রেন, সুপেয় পানিসহ দারিদ্র্য হ্রাসকরণ ও মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুরুল, মো. উজির আলী, মো. আনারুল হক, মো. আব্দুস সালাম, মো. মেসবাহুল হক, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. আব্দুল জাব্বার, মো. জামাল হোসেন, মোসা. ফেরদৌসী, মোসা. আদরী খাতুন, মোসা. মটরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩৭২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বাজেট পেশ করেন ইউপি সচিব তোহিদুল আলম।
বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ অ্যাডভোকেট এনামুল হক, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, গোমস্তাপর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবক নাজমুল হক ফয়জলী।
এবারের বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৫০ টাকা।
শ্রীমন্তপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব আমিরুল ইসলাম।
বাজেটে মোট আয় ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা এবং ব্যয় ৪ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৯৯০ টাকা ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ২০ হাজার টাকা।
চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেনÑ শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুু তালেব, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান প্রভাস চন্দ্র বর্মনসহ পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।