সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৪, ২০২৪ by

বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় হাদিকা কিয়ানি

প্রকাশ হলো বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা। প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত মঙ্গলবার প্রকাশিত ২০২৪ সালের এই তালিকায় জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি- এই পাঁচ ক্যাটাগরিতে ১০০ জন নারীকে বেছে নেওয়া হয়েছে। এ বছর এ তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সংগীত জগতের অন্যতম আইকন হাদিকা কিয়ানি। কিয়ানি তার সংগীত এবং মানবিক কাজে অবদানের জন্য পরিচিত। নব্বইয়ের দশকে খ্যাতি অর্জনকারী কিয়ানি দক্ষিণ এশিয়ার নারী পপসংগীত জগতে একটি সুপরিচিত শক্তি হয়ে ওঠেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন। তিনি একাধারে গায়িকা, গীতিকার, গিটারিস্ট, সুরকার, অভিনেত্রী এবং সমাজসেবী। সংগীতের পাশাপাশি মানবিক কাজেও কিয়ানি নিজেকে রেখেছেন নিবেদিত। পাকিস্তানের ২০২২ সালের ভয়াবহ বন্যার পর তিনি ‘ভাসিলা-এ-রাহ’ প্রকল্প চালু করেন, যা বেলুচিস্তান এবং দক্ষিণ পাঞ্জাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছে। তিনি পাকিস্তানি জনসাধারণকে বাস্তুচ্যুত পরিবারগুলিকে সহায়তার জন্য আহ্বান জানান এবং গত বছর প্রকল্পটি ঘোষণা করে যে তারা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৩৭০টি বাড়ি এবং অন্যান্য সুবিধা নির্মাণ করেছে। নিজের সমৃদ্ধ ক্যারিয়ারে কিয়ানি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং রয়্যাল অ্যালবার্ট হল এবং দ্য কেনেডি সেন্টারে অভিনয়ও করেছেন। উর্দু এবং পাঞ্জাবি ছাড়াও তিনি সিন্ধি এবং পশতু ভাষায় অনেক গান গেয়েছেন।

About The Author

শেয়ার করুন