রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৭, ২০২৫ by

বিপিএল ভক্ত-সমর্থকদের জন্য মিললো সুখবর

ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে বিপিএল ফের ঢাকার মাঠে। গ্যালারিভর্তি দর্শক থাকলেও মাঠের খেলায় নেই কোনো তারকা বিদেশি। তবে এবার রংপুর রাইডার্সের পক্ষ থেকে মিলল বিপিএল ভক্ত-সমর্থকদের জন্য সুখবর। বিপিএলের শেষ অংশ মাতাতে আসছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। আরও দুই তারকা ডেভিড ওয়ার্নার, সুনীল নারাইনের সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে খেলেছেন ডেভিড ওয়ার্নার। এরপর আর তার দেখা নেই বিপিএলে। তবে চলমান ২০২৫ আসরের প্লে-অফে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ব্যাটারকে। বিগ ব্যাশ লিগের ফাইনালের পর রংপুরের ডাকে বাংলাদেশে আসতে পারেন তিনি। অন্যদিকে, আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইনও আসতে পারেন বিপিএল মাতাতে। গ্রুপ পর্বে নারাইনদের শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি, এরপর যদি তার দল প্লে-অফে না উঠে তাহলে বাংলাদেশে আসবেন নারাইন। আর নাইট রাইডার্স আইএলটি-টোয়েন্টির প্লে-অফের টিকিট পেলে নারাইনের বিপিএল খেলার সম্ভাবনা শেষ তখনই। এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রের দাবি, টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারাইনের সঙ্গেও চুক্তি হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে।’ চলমান বিপিএলে টানা ৮ ম্যাচে জয় নিয়ে সবার আগেই প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে নিজেদের শেষ দুই ম্যাচে রাইডার্সের জয়ের ধারায় ধাক্কা দেয় দুর্বার রাজশাহী। এক রাজশাহীর কাছেই পরপর দুই ম্যাচে হারল রংপুর। তবুও তারা টেবিল টপারই। প্লে-অফ পর্বে তারকা বিদেশিদের নিয়ে স্কোয়াড আরও শক্তিশালী করবে নুরুল হাসান সোহানের দল।

About The Author

শেয়ার করুন