Last Updated on ফেব্রুয়ারি ৫, ২০২৫ by
বিপিএল ফাইনালে হচ্ছেনা আতশবাজির শো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর জমকালো কনসার্টের মাধ্যমে শুরু হয়েছিল, তবে আগামী শুক্রবার ফাইনালে এমন কোনো বিশেষ আকর্ষণ থাকবে না মিরপুর শের-ই-বাংলায়। এমনকি আতশবাজির ঝলকানিও দেখা যাবে না মেগা ফাইনালে। শেষের পথে ২০২৪-২৫ বিপিএল টুর্নামেন্ট। ফাইনালের আগে বাকি কেবল এক ম্যাচ, দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর শিরোপার লড়াইয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর খুলনা-চিটাগংয়ের মধ্যে যে কেউ। আগামীকাল বিপিএল ফাইনালকে ঘিরে খুব বেশি আয়োজনের পথে যাচ্ছে না ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি পরিবেশ-বান্ধব পদ্ধতি বজায় রেখে ফাইনাল আয়োজন করতে চায়। তারুণ্যের অংশগ্রহণ, সরকারের কিছু নির্দেশনা মাথায় রেখে বিপিএল ফাইনালের অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবছে বিসিবি। লিগ পর্বের মতো ফাইনালেও কোনো আতশবাজি প্রদর্শন হবে না স্টেডিয়ামে। টুর্নামেন্টের শুরু থেকেই বিসিবি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ইস্যুেত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। পরিবেশগত স্থিতিশীলতার উপর জোর দিয়ে মাঠে রেখেছে নানা কার্যক্রমও। এই নির্দেশনা অনুসরণ করেই, পরিবেশের ক্ষতি ঠেকাতে আতশবাজিকে ফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে, মূল আকর্ষণ হবে কেবল লেজার শো। যা ম্যাচের পর অল্প সময়ের জন্য গ্যালারিতে থাকা দর্শকেরা উপভোগ করতে পারবেন। প্রাথমিকভাবে, বিসিবি ফাইনালের অনুষ্ঠানের অংশ হিসেবে ৫০০টি ড্রোন দিয়ে জুলাইয়ের গ্রাফিতি দেখানোর কথা বিবেচনা করেছিল। তবে অতিরিক্ত খরচের কথা চিন্তা করে সেই পরিকল্পনাও বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।