বিনোদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি আয়োজিত এবং ইউনিসেফ ও এসিডি’র সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল’র প্রোগ্রাম অফিসার ওবাইদুল হক, এসিডি’র প্রোগাম অফিসার এনামুল হক, সিবিসিপিসির সদস্য তানজিলা খাতুন।
এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাজী, ইমাম, এসিডির কিশোর কিশোরী দলের সদস্যসহ স্থানীয় জনসাধারণ। বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে, নারীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, বাল্যবিয়ের কারণে মা ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।