চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকালে চাঁদশিকারী যুব সংঘ আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কানসাট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা টাইব্রেকারে ২-০ গোলে মোবারকপুর শেখ রাসেল ফুটবল দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ইঞ্জি: ময়েজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুল ইসলাম, মিজানুর রহমান, মেবিন মৃধা, শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম, নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।