চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আমন ধানের চাষ সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে বিনা উপকেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। এছাড়াও বক্তব্য দেন, বিনা, চাঁপাইনবাবগঞ্জের পরীক্ষণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা তানভীর আবীর, জেলার গোমস্তাপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান, রাজশাহীর তানোর উপজেলার কৃষক গোলাম মোস্তফা, নাচোল উপজেলার কৃষক আবুদল মজিদ ও সদরের হোসেনডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মতিন। প্রশিক্ষণে ৫ জন উপসহকারী কৃষি কর্মকতাও অংশ নেন।
কৃষি বিজ্ঞানী ও কৃষকরা বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের আমন ধান চাষের উপযোগিতা, বৈশিষ্ট্য, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বিনা-১৬, ১৭ ও সর্বশেষ ২২ জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করেন।
প্রশিক্ষণের শেষ পর্বে অতিথিরা অংশগ্রহণকারী জেলার ৫ উপজেলা ও রাজশাহীর ২ উপজেলার ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ বিতরণ করেন।