বিনামূল্যে ১শ’ চক্ষুরোগীর ছানি অপারেশন সম্পন্ন

74

আন্তর্জাতিক দৃষ্টি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ও সেকেন্দার নাজাতুন ফাউন্ডেশন’র উদ্যেগ এবং অর্থায়নে তিন ধাপে চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ১৫টি ওয়ার্ডের ১শ’ জন গরিব চক্ষু রোগীর ছানি অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ময়েজ উদ্দিন ও তাঁর দল এই অপারেশন করেছেন। রবিবার সকাল সাড়ে আটটায় চক্ষু হাসপাতালের পরিচালক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম অপারেশনকৃত রোগীদের আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র এবং বিনামূল্যে একটি করে কালোচশমা ও ১ প্যাকেট এন্টিবায়োটিক ঔষধ প্রদান করেন। চক্ষু হাসপাতালের সমন্বয়কারী নেদাউল ইসলাম, সুপার ভাইজার মনিরুল ইসলাম অফথালমিকপ্যারামেডিক্স সোহেল রানা,লতিফা খাতুন,জাহিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।