বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১২, ২০২৪ by

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজে দিনব্যাপী ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন ২৫০ জন রোগী।
প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন।
জামান চক্ষু চিকিৎসা কেন্দ্রের সহযোগিতায় ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনর এই ক্যাম্পের আয়োজন করে।
উদ্বোধনকালে ভবিষ্যতে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।
এসময় জানানো হয়, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না, চোখের অপারেশন করানো ও চশমা কেনার সামর্থ্য নেই মূলত তাদের জন্যই এই চক্ষু ক্যাম্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেনÑ সংগঠনটির সহসভাপতি ঠিকাদার শাহিনুল ইসলাম, সহসভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহসম্পাদক ফয়সাল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান সিহাব, মাশরাফি।
রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক সেবা দেয়া হয়। সেখান থেকে ছানি অপারশেনের জন্য রোগীদের বাছাই করা হয়।

About The Author

শেয়ার করুন