শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by

বিনামূল্যে আইন সহায়তা সম্পর্কে মানুষকে বেশি করে জানাতে হবে : প্রকল্প পরিচিতি সভায় জেলা ও দায়রা জজ

আইনগত অধিকার বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে লাইট হাউসের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন- লিগ্যাল এইড বা আইনগত সহায়তার বিষয়টি মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। প্রচারণায় অন্যান্য কর্মসূচির মধ্যে গম্ভীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
প্রচারণা কর্মসূচিতে স্কুল ও মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা যুক্ত করার প্রস্তাব করে জেলা ও দায়রা জজ বলেন- মেয়েদের নিয়ে বিতর্ক করা হলে তারা জাতীয় আইনগত বিষয়ে জানতে পারবে। তিনি বলেন- মামলা পরিচালনার ক্ষেত্রে প্যানেল আইনজীবীদের মধ্যে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। তিনি জানান, এই প্রকল্পটি সরকারের প্রকল্প। লাইট হাউসকে দিয়ে বাস্তবায়ন করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. হায়দার খোন্দকার, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।
সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ বেগম রুখশানা খানম।
মুক্ত আলোচনায় অংশ নেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু ও সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রবিউল হক দোলন, সরকারি কৌঁসুলি মোসাদ্দেক হোসেন কাজলসহ অন্যরা।
সভায় আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন- প্রকল্প সমন্বয়কারী মো. সিদ্দিকুল আলম মামুন, প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক সাদিক আল হায়াত।
সভায় লাইট হাউসের আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, লাইট হাউস চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ৪ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং অসহায় দরিদ্র বিচারপ্রার্থীদের বিশেষ করে নারী-শিশু, আদিবাসী, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য কাজ করছে। এছাড়াও লাইট হাউস জনগণের মাঝে সরকারি খরচে লিগ্যাল এইডের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
প্রকল্প পরিচিতি সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের যার যার অবস্থান হতে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লাইট হাউসের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় এবং দি ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি নামে প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বাস্তবায়ন করা হবে।

About The Author

শেয়ার করুন