বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

21

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড়, বালিগ্রাম এলাকার বিধবা ও প্রতিবন্ধীসহ ১শ জনের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা এই খাদ্য ও বস্ত্র বিতরণের আয়োজন করে।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন করেন।
এ উপলক্ষে সোনার মোড়, বালিগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাকিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আয়াত নূর ও সদস্য শহীদুল হুদা অলক, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি জহির রায়হান।
এসময় জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।