চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সমাবেশে চাল, আটা, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়।
বেলা ১১টায় শহরের নিমতলা মোড়ে জেলা জাসদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এসে সমাবেশে করে।
জাসদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেনÑ কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সভাপতি আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি তসিকুল রেজা খান তনু। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের (জাসদ) কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুল মজিদ।
সমাবেশে বক্তারা তেল, চাল, ডাল, ময়দার দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এছাড়া সমাবেশ থেকে জেলা থেকে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর, শাটল এবং লোকাল ট্রেনগুলো পুনরায় চালুর দাবি জানান জেলা জাসদের নেতৃবৃন্দ।
Home চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা জাসদের বিক্ষোভ সমাবেশ