বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনঃএকত্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার

7

বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনঃএকত্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এক পত্রের মাধ্যমে এই সহায়তা চাওয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিকল্পনা ১ শাখার সহকারী সচিব মহিদুল ইসলাম খান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিশ্বব্যাংকের অর্থায়নে বিদেশ ফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণের (রি-ইন্টিগ্রেশন) “রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরম্যাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ): রি-ইন্টিগ্রেশন অব রির্টার্নিং মাইগ্র্যান্ট” শীর্ষক একটি প্রকল্পটি বাস্তবায়নাধীন করছে।
ওইপত্রে আরো বলা হয়েছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে বিভিন্ন দেশ হতে কাজ হারিয়ে প্রায় ৫ লক্ষ কর্মী দেশে ফেরত এসেছেন। প্রত্যাগত অধিকাংশ কর্মী কর্মহীন অবস্থায় রয়েছেন এবং পরিবার পরিজন নিয়ে অর্থকষ্টসহ সমাজে নানা ধরণের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এসব বিদেশ ফেরত কর্মীদের এ প্রকল্পের আওতায় তথ্য সমৃদ্ধ ডাটাবেইজ তৈরি এবং ওরিয়েন্টেশন ও কাউন্সেলিং প্রদানপূর্বক ২ লক্ষ কর্মীকে এককালীন ১৩ হাজার ৫ শ টাকা করে ক্যাশ ইনসেনটিভ (নগদ প্রণোদনা) দেয়া হবে। এছাড়া, রেফারেলের আওতায় কর্মীর চাহিদা ভিত্তিক সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
এই কর্মসূচি বাস্তবায়নে অভিবাসী অধ্যুষিত ৩০টি জেলায় “ওয়েলফেয়ার সেন্টার” স্থাপনের মাধ্যমে সারা দেশে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণকে অবহিতকরণ, তথা জনসচেতনার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সভা-সেমিনার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জুবায়ের জাহাঙ্গীর জানিয়েছেন মন্ত্রণালয়ের চিঠির কপি ইউএনও মহোদয়গণের নিকট পাঠানো হয়েছে।