বিদিরপুরে ডা. রাব্বানীর গণসংযোগ

5

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী গণসংযোগ চালিয়ে চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন কর্মকা- জনসাধারণের মধ্যে তুলে ধরতে তিনি এই গণসংযোগ করছেন। সেই সঙ্গে উন্নয়ন সংবলিত ভিডিও চিত্রও প্রদর্শন করছেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোটও প্রার্থনা করছেন।
এরই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বিদিরপুর মোড় এলাকায় গণসংযোগ ও ভিডিওচিত্র প্রদর্শন করেন। ভিডিওচিত্রে তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, উড়াল সড়ক, বঙ্গবন্ধু টানেল, সারাদেশে মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসয়েসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরছেন।
এ গণসংযোগ ও ভিডিওচিত্র প্রদর্শনের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জাব্বারসহ অন্যরা উপস্থিত ছিলেন।