শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৩, ২০২৪ by

বিদিরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষার্থীর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আবদুল্লাহ আল ওসমান (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওসমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিল্কি মহল্লার উজ্জল আলীর ছেলে। সে একই এলাকার বিদিরপুর আলোর দিশারী মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র ছিল। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে বিদিরপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে বাইসাইকেল আরোহী আবদুল্লাহ আল ওসমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টর চালককে আটক করে রাখে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ট্রাক্টর চালককে হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

শেয়ার করুন