ইউএস ওপেনের গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াটেকের পর রানার্সআপ ওনস জাবেউরও বিদায় নিলেন চলতি আসর থেকে। শেষ ষোলোতে চীনের ঝেং কিনওয়েনের কাছে সোমবার ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন পঞ্চম বাছাই। ২০ বছর বয়সী ঝেং প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। তার পরের প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কা কিংবা দারিয়া কাসাৎকিনা। গত দুইবারের উইম্বলডন রানার্সআপকে হারিয়ে ২৩তম বাছাই ঝেং বলেন, ‘এখন এই মুহূর্তে নিজেকে চরম সুখী মনে হচ্ছে। বড় স্টেডিয়ামে খেলতে পেরে উত্তেজিত। এদিন সত্যিই ভালো পারফরম্যান্স ছিল।’ ২০১৯ সালের ওয়াং কিয়াংয়ের পর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম চীনা খেলোয়াড় ঝেং। দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী লি না ২০১৩ সালে ও পেং সুয়াই পরের বছর নিউ ইয়র্কে সেমিফাইনাল খেলেন। এবার তাদের পাশে বসার হাতছানি ঝেংয়ের সামনে।