বিজয় ফুল উৎসব

25

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসরাম জানান, গত ২৮ অক্টোবর সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল উৎসব অনুষ্ঠানের পর আজ (গতকাল) বৃহস্পতিবার সদর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে ক গ্রুপে প্রাথমিকের শিক্ষার্থী, খ গ্রুপে মাধ্যমিক এবং গ গ্রুপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিল এককে শাপলা ফুল তৈরি, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ও কবিতা রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ এবং দলগতভাবে জাতীয় সংগীত ও দেশাত্মাবোধক গান।