বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান: পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় সাত কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

19

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার হয়েছে বলে বিজিবি ও র‌্যাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে তাহসানের ছেলে মো. শফিকুল ইসলাম লাদেন (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও র‌্যাবের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র একটি টহল দল ও র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে মো. শফিকুল ইসলাম লাদেনের বাড়িতে যৌথভাবে অভিযান চালায়। এসময় ওই বাড়ির বাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ লাদেনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পোলাডাঙ্গা সীমান্তে হেরোইনের একটি বিশাল চালানের তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম লাদেনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে হেরোইন বেচাকেনার অভিযোগে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়।