বিজিবির মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার

5

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হুদমাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে চোরকারবারির ফেলে যাওয়া ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়নের আজমতপুর বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল শনিবার সকাল ১০টার দিকে সীমান্ত পিলার ১৮১/৮-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়ায় অভিযান চালায়। অভিযানে ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।