বিজিবির পৃথক অভিযান : শিবগঞ্জে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

32

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ইয়াবা ও আজমতপুর সীমান্তে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শিয়ালমারা বিওপির সুবেদার সাহিনুর রহমানের নেতৃত্বে টহল দল শিয়ালমারা আমবাগান এলাকায় টহল দিচ্ছিল। এসময় দুজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো জানান, অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে আজমতপুর বিওপির নায়েক আশরাফুল আলমের নেতৃত্বে টহল দল হুদমাপাড়া আমবাগান এলাকায় টহল দিচ্ছিল। এসময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ২টি বস্তা তল্লাশি করে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।