চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে ফেনসিডিল, বিদেশী মদ ও নেশাজাতীয় ইঞ্জেকশন আটক করা হয়।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চাঁনশিকারী বিওপির নায়েক সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত ঘেঁষা চামুচা গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন টহল দল।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির ডুলিপাড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন ১১ বোতল বিদেশী মদ ও ৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।