বিজিবির পৃথক অভিযান, মোটরসাইকেলসহ মাদক উদ্ধার আটক এক

22

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে বিজিবি। পৃথক অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টায় গিলাবাড়ী বিওপির হাবিলদার খন্দকার মো. খলিলুর রহমানের নেতৃত্বে টহল দল ইমামনগর নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২.২০ গ্রাম হেরোইন ও ১টি হেরোইন মাপার মেশিনসহ মো. আলমগীর (৪০) নামের একজনকে আটক করা হয়। আটক আলমগীর একই উপজেলার বীরেশ্বরপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চামুশা বিওপির নায়েক মো. বদরুদ্দোজার নেতৃত্বে টহল দল চামুশা মাঠে অভিযান অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।