বিজিবির অভিযান :ভোলাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার

15

চাঁপাইনবাবঞ্জের ভোলাহাটে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ির বেড়া সংলগ্ন একটি গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। বিষয়টি নিশ্চত করে তিনি বলেছেন, অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ যে কোনো চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেনÑ বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারি, গুচ্ছগ্রামে অবৈধ অস্ত্র মাটির নিচে লুকানো আছে। খবর পেয়ে চাঁনশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমানসহ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। গুচ্ছগ্রামটি সীমান্ত পিলার ১৯৫/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে।